ঢাকা, ২৪ জুলাই: ১৫ কোটি টাকা দামের গাড়ি ভেঙে পড়ল মাঝ রাস্তায়। ডিভাইডারে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে ১৫ কোটি টাকা দামের রোলস রয়েস (Rolls Royce)। বাংলাদেশের (Bangladesh) রাস্তায় এমনই একটি ঘটনার জেরে, নিমেষে সেই খবর ভাইরাল (Viral) হয়ে যায়।
কেথায় ঘটে বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ির দুর্ঘটনা?
গত ১৯ জুন ঢাকার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে (Bangladesh Expensive Car Crash) চলছিল ১৫ কোটির রোলস রয়েস। মাস্কো গ্রুপের চেয়ারম্যানের গাড়িটি বেশ জোরেই চলছিল রাস্তার উপর দিয়ে। হঠাৎ করে রোলস রয়েস ইলেকট্রিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা দেয়। ডিভাইডারে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে ১৫ কোটির গাড়িটি ভেঙে পড়ে। সেই সঙ্গে গাড়িতে যে ৩ জন ছিলেন, তাঁদের প্রত্যেকে আহত। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
কার হাতে ছিল গাড়ির স্টিয়ারিং?
জানা যাচ্ছে, মাস্কো গ্রুপের চেয়ারম্যানের ছেলে আহমেদ আরিফ বিল্লার হাতে ছিল বিলাসবহুল রোলস রয়েসের স্টিয়ারিং। বর্তমানে আহমেদ আরিফ বিল্লাও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা নিয়ে চিকিৎসকরা আশঙ্কায় রয়েছেন বলে খবর।
গত ১৯ জুলাই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যে দুর্ঘটনা ঘটে, তা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বা একমাত্র বিলাসবহুল গাড়ির দুর্ঘটনা বলে মন্তব্য করছেন অনেকে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে ১৯ জুলাই ওই দুর্ঘটনা ঘটে, তাও পুলিশ খতিয়ে দেখছে বলে খবর।
দেখুন দুর্ঘটনার পর গাড়িটির কী অবস্থা...
বাংলাদেশে সবচেয়ে দামি গাড়ির এক্সিডেন্ট!#৩০০ফিট এ Rolls-Royce গাড়ির দুর্ঘটনা গটে দাম প্রায় ১৫ কোটি টাকা!এটাই হতে পারে দেশের সবচেয়ে ব্যয়বহুল সড়ক দুর্ঘটনা।#Rollsroyce
#Dhaka #Accident #luxurycars pic.twitter.com/fKkoqJtUYF
— কাঠপেন্সিল (@ImEmon78) July 19, 2025
১৫ কোটির রোলস রয়েস রাস্তায় ভেঙে পড়তেই সোশ্যাল মিডিয়া একের পর এক মন্তব্যে ভরে উঠতে শুরু করে। কেউ বলেন, ধাক্কা লেগে গাড়িটি মুড়ির টিনে পরিণত হয়েছে। কেউ বলেন চালকের দোষ। আবার কেউ বলতে শুরু করেন, ওই গাড়িটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় এক রিক্সা চালকের দোষে ওই কাণ্ড ঘটে। কেউ প্রশ্ন করেন, চালক মদ্যপ ছিলেন বলেই কি এই দুর্ঘটনা? সবকিছু মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ির দুর্ঘটনার জেরে তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।