Sheikh Hasina Live (Photo Credit: Facebook)

দিল্লি, ১৮ সেপ্টেম্বর: ভোট দিতে পারবেন না শেখ হাসিনা (Sheikh Hasina)। প্রাক্তন প্রধানমন্ত্রীর পাশাপাশি তাঁর পরিবারের কেউও ভোট দিতে পারবেন না আগামী নির্বাচনে। এমনই জানানো হল বাংলাদেশের (Bangladesh) নির্বাচন কমিশনের তরফে। শেখ হাসিনা এবং তাঁর পরিবারের প্রত্যেকের ভোটার আইডি ব্লক করে দেওয়া হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবার যাতে কোনওভাবে বাংলাদেশের নির্বাচনে ভোট দিতে না পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত। বাংলাদেশের সংবাদ পত্রের তফে বৃহস্পতিবার এই খবর প্রকাশ করা হয়েছে।

২০১৬ সালে সাধারণ নির্বাচন বাংলাদেশে (Bangladesh Elections 2026)। সে দেশের সাধারণ নাগরিক যেমন ভোট দিতে পারবেন, তেমনি  বিদেশে যাঁরা রয়েছেন, তাঁরাও ইচ্ছা করলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

অনলাইনে রেজিস্টার করে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন বলে সে দেশের নির্বাচন কমিশনের তরফে জানানো হয়। ওই ভোটে বিদেশে থেকে যাতে হাসিনার পরিবার কোনওভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, তার জন্যই আইডি ব্লক করা হয়েছে বলে খবর।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের জেরে শেখ হাসিনার পাশাপাশি তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ রেজওয়ানা এবং আজমিনা সিদ্দিকি এবং ভাগ্নে মুজিব সিদ্দিকি কোনওভাবে আগামী নির্বাচনে ভোট দিতে না পারেন, সে বিষয়ে পদক্ষেপ করল ইউনুস সরকার।

গত ৫ অগাস্ট বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে পালান শেখ হাসিনা। সেই থেকে তিনি দিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে জানা যায়। হাসিনাকে প্রত্যার্পণ করা হোক বলে ঢাকার তরফে বার বার দাবি করা হয়েছে। তবে দিল্লি এ বিষয়ে মুখ খোলেনি এখনও পর্যন্ত।