Muhammad Yunus.jpg (Photo Credit: Instagram)

প্রতিবাদ, আন্দোলন করেও লাভ হল না। হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে (Bangladesh) প্রথম সাধারণ নির্বাচন হতে চলেছে ২০২৬। দেশের রাজনৈতিক দলগুলির দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে আরও কয়েকমাস বাংলাদেশের মসনদে বসে থাকার সময়সীমা বাড়িয়ে দিলেন তিনি। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন ২০২৬-এর এপ্রিল মাসের প্রথমার্ধ্বের মধ্যে যে কোনও দিনে দেশে শুরু হবে নির্বাচন। যদিও এপ্রিলের কবে থেকে নির্বাচন শুরু হবে, সেই দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

নির্বাচন সুষ্ঠুভাবে করাতে চাইছে ইউনূস

ইউনূস এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তিনটি দায়িত্ব নেওয়া হয়েছিল। সেগুলি হল সংস্কার, বিচার ও নির্বাচন। এরমধ্যে বাকি দুটি কাজ এখনও চলছে। সেই কা্জ শেষ হলেই দেশে নির্বাচন হবে। আগামী বছর যে নির্বাচন হবে তা হবে স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু। এই নির্বাচন দেশবাসী মনে রাখবে। তবে নির্বাচনের আগে বেশ কয়েকটি কাজ শুরু হয়েছে বা আগামী দিনে হবে। আশা করব, পরবর্তী অবশিষ্ট কাজ নির্বাচিত সরকার সম্পন্ন করবে।

প্রসঙ্গত, ২০২৪-এ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তবর্তী সরকার গঠন করা হয়। যার প্রধান উপদেষ্টা রয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। কিন্তু কয়েকমাসের মধ্যেই এই অন্তবর্তী সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের নাগরিকরা। এমনকী নির্বাচনের দাবি জানায় বিএনপি, জামাতের মতো দলগুলি। যদিও সম্প্রতি ইউনূস আওয়ামী লিগকে দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করেন। তাই এই নির্বাচনে লড়তে পারবে না এই রাজনৈতিক দল।