Dhaka Plane Crash (Photo Credits: X)

ঢাকা, ২১ জুলাইঃ বাংলাদেশের রাজধানী ঢাকায় (Dhaka) সাংঘাতিক কাণ্ড। ঢাকার একটি স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান (Bangladesh Air Force Aircraft)। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে বিমানে।

সোমবার বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড়েছিল। অল্প সময়ের মধ্যেই সেটি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে। আগুনে পড়ে এখনও অবধি ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঝলসে গিয়েছেব বহু শিক্ষার্থী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন আহতকে হেলিকপ্টারে করে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের অ্যাম্বুলেন্সে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বেশ কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, পুড়ে গিয়েছে সমস্ত বস্ত্র। ঝলসে গিয়েছে চামড়া। কোনরকম হেঁটে অ্যাম্বুলেন্সের দিকে যাচ্ছেন তাঁরা। কিছু আহত পড়ুয়াকে সেনাজওয়ানরা কোলে তুলে এনে গাড়ি করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন।

ঝলসে গিয়ে দেখুন কী অবস্থা হয়েছে

কীভাবে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান?

বাংলাদেশের বায়ুসেনার তরফে জানানো হয়েছে, তাদের এফ-৭ বিমানটি এদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়েছে। প্রশিক্ষণের সময়েই দুর্ঘটনাটি ঘটেছে। ওই বিমানের পাইলট কী অবস্থায় আছেন, আদেও প্রাণে বেঁচেছেন কিনা তা এখনও জানা যায়নি। এক দমকল আধিকারিক জানিয়েছেন, স্কুল ক্যান্টিনের ছাদে ভেঙে পড়েছিল বায়ুসেনার বিমানটি। ওই স্কুলের এক শিক্ষক জানান, বিমাটি যখন ভেঙে পড়েছে তখন কিছু কিছু ক্লাসের শেষ পিরিয়ড চলছিল। অনেক পড়ুয়া এবং শিক্ষক স্কুলের মধ্যেই ছিলেন। এই ঘটনার জেরে অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

আহতদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া তা নিশ্চিত করেছে হাসপাতাল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দুর্ঘটনার প্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে সেদেশের সরকার।