Bangladesh Air Force Jet Crashes: বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় ভেঙে পড়ে সে দেশের বায়ুসেনার একটি বিমান (F-7 Jet Crash)। বাংলাদেশ বায়ুসেনার চিনের তৈরি এফ-৭ বিজেআই (F-7 training jet) প্রশিরক্ষণরত বিমানটি আকাশ ওড়ার ১২ মিনিট পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ( Milestone School and College) একটি ভবনে ভেঙে পড়ে। বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের দোতলা ভবনের ঢোকার মুখে ভেঙে পড়ার পর আগুন ধরে যায়। এখনও পর্যন্ত ঢাকার দিয়াবাড়ি এলাকায় ভয়াবহ এই বিমান বিপর্যয়ে ১৯ জনের মৃত্য়ুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশের প্রশাসন। বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মহম্মদ তৌকির ইসলামের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বলে খবর।
গভীর শোকপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস
উত্তরার আধুনিক হাসপাতালে ১২০ জন অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কজনক অবস্থায় ভর্তি রয়েছেন। দগ্ধদের অধিকাংশই ছাত্র। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা নোবলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্য়ুর সংখ্যা। এই কাণ্ডে ঢাকার জরুরি প্রয়োজনে 'জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে' জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর হল 01949043697। হাসপাতালের ভিতর থেকে শোনা যাচ্ছে আর্তনাদ আর কান্নার শব্দ। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে নাামনো হয়েছে সেনাবাহিনী।
দেখুন স্কুলের ভবনে বিমানটি ভেঙে পড়ার পর কী হল
BREAKING: At least 19 killed, over 100 injured as Bangladesh Air Force jet crashes into Dhaka's Milestone College campus - Reports pic.twitter.com/CwlBVhrilu
— Volcaholic 🌋 (@volcaholic1) July 21, 2025
১২ মিনিট ওড়ার পরই বায়ুসেনার বিমানটি ভেঙে পড়ে
উত্তরায় বিমান বিপর্যয়ের জন্য আগামিকাল, মঙ্গলবার গোটা বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে প্রশাসন। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল-কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি সকল সরকারি , বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশী মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বাতিল করা হয়েছে সব ধরনের সরকারি অনুষ্ঠানও। বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে (বাংলাদেশের সময় অনুযায়ী) টেক অফ করেছিল। আর প্রশিক্ষণরত বিমানটি ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। স্কুলটির শিক্ষকরা জানিয়েছেন, কিছু শিক্ষার্থী বের হয়ে গেলেও, অনেকেই ভিতরেই ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায়। প্রাথমিক খবর, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি ভেঙে পড়েছিল।