Australian PM, Narendra Modi (Photo Credit: Twitter)

দিল্লি, ২৪ মে: অস্ট্রেলিয়া সফরে হাজির হয়ে এবার সে দেশে মন্দির ভাঙা পর্ব নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী।  অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে এ বিষয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। যারা মন্দির ভাঙছে, তাদের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ করা হয়, সে বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ায় যে বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে, তারাই মন্দির ভাঙছে বলে অ্যালবানিজ জানান প্রধানমন্ত্রীকে মোদীকে। এবার সেই অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে বলে অ্যালবানিজের সঙ্গে কথোপকথনের সময় জানান প্রধানমন্ত্রী মোদী।

মন্দির যারা ভাঙছে, তাদের শাস্তির বিষয়ে প্রধানমন্ত্রী মোদী জানান, ভারত এবং অস্ট্রেলিয়ার বন্ধুত্বে প্রভাব ফেলে, এমন কোনও কাজ অ্যালবানিজ সহ্য করবেন না। সেই কারণে যে বা যারা মন্দির ভাঙায় অভিযুক্ত, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপর আশ্বাস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর তরফে দেওয়া হয়।