ভূমধ্যসাগরে জাহাজ ডুবে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের, আহত ৬০ জনেরও বেশি। দুর্ঘটনাটি ঘটেছে ইতালির (Italy) দ্বীপপুঞ্জ ল্যাম্পেদুসারের কাছে। ঘটনাস্থলে ইতালির কোস্টগার্ডের সদস্যরা পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে সকলেই শরণার্থী ও অভিবাসী ছিল। ভূমধ্যসাগরের অভিবাসন রুট দিয়ে যাতায়াত করার সময় দুর্ঘটনাটি ঘটে। কার্যত উল্টে যায় একটি জাহাজ। আর তাতেই ডুবে মৃত্যু হয় শরণার্থী ও অভিবাসীদের। এই রুটে চলতি বছরে কমপক্ষে ৭০০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে অধিকাংশই শরণার্থী ও অভিবাসী ছিলেন।
অতিরিক্ত যাত্রীবোঝাই হওয়ার কারণেই দুর্ঘটনা
জানা যাচ্ছে, এদিন সকালে লিবিয়া থেকে দুটি যাত্রীবোঝাই জাহাজ ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় ল্যাম্পেদুসার দ্বীপের কাছে আচমকাই উল্টে যায় একটি জাহাজ। আর তাতেই ডুবে মৃত্যু হয় অনেকের। খবর যায় ল্যাম্পেদুসা প্রশাসনের কাছে। তাঁরা উদ্ধারকাজে হাত লাগায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ পেরিয়ে জাহাজটি যাচ্ছিল। আর অতিরিক্ত যাত্রীবোঝাই হওয়ার কারণে ঘটে দুর্ঘটনা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছে জাতিসংঘ।
দুঃখপ্রকাশ করেছে জাতিসংঘ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্দি এই নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। সেই সঙ্গে ভূমধ্যসাগরের অভিবাসন রুটকে আরও উন্নত করার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে ইতালি সরকারও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।