Asteroid: চাঁদের দিকে সবেগে ধেয়ে আসছে বড় আকারের গ্রহাণু (অ্যাস্ট্রয়েড)। আশঙ্কা সত্য়ি হয়ে গেলে চাঁদের বুক থেকে প্রায় এক লক্ষ মেট্রিক টন ধ্বংসাবশেষ মহাকাশে ছিটকে, তার কিছু অংশ পৃথিবীতে পৌঁছাতে পারে। এমন কথা বলে সতর্ক করলেন মহাকাশবিজ্ঞানীরা। যদিও সেটা আসতে অন্তত বছর সাতেক দেরি আছে। তবে মহাকাশ বিজ্ঞানে সাত বছরটা তেমন বড় একটা সময় নয়। মহাকাশবিজ্ঞানীরা সতর্ক করছেন, প্রায় ৬০ মিটার ব্যাসের একটি গ্রহাণু YR4 আগামী ২২ ডিসেম্বর, ২০৩২-এ চাঁদের সঙ্গে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে।
চাঁদের বুকে গ্রহাণুটি আছড়ে পড়লে পৃথিবীর আকাশে মহাজাগতিক আতশবাজি দেখা যাবে
এই গ্রহাণুটি ধাক্কার জেরে চাঁদের বুক থেকে প্রায় এক লক্ষ মেট্রিক টন ধ্বংসাবশেষ মহাকাশে ছিটকে যেতে পারে। তার কিছু অংশ কয়েক দিনের মধ্যেই পৃথিবীতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে, সেই পরিস্থিতিতে আমাদের আকাশে প্রতি সেকেন্ডে একটির বেশি উল্কাপাতের ঝলকানি দেখা যাবে—যেন মহাজাগতিক আতশবাজি। সম্ভাব্য সংঘর্ষের সম্ভাবনা আপাতত ৪ শতাংশ বলে জানা গেছে।
কৃত্রিম স্যাটেলাইটগুলির বড় ক্ষতি হতে পারে
এই বিস্ফোরণ চাঁদের গায়ে প্রায় এক কিলোমিটার ব্যাসের একটি নতুন গর্ত তৈরি করবে। চাঁদের পৃষ্ঠে বড় পরিবর্তন আনতে পারে। তবে এই ঘটনা পৃথিবীর জন্য সরাসরি কোনো বিপদ ডেকে আনবে না। যদিও পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়ানো কৃত্রিম উপগ্রহগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মহাকাশবিজ্ঞানীরা অবশ্য বলছেন, YR4 গ্রহাণুর গতিপথ এখনও পরিবর্তনশীল, তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে। তবে ২০২৩ সালে বড়দিনের সময় এই দুর্লভ মহাজাগতিক ঘটনাটি ঘটলে পৃথিবীর আকাশে তৈরি হবে এক অনন্য দৃশ্য।