ওয়াশিংটন, ৯ নভেম্বর: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Elections 2020) জো বাইডেনের (Joe Biden) জয়ের পর এশিয়ার বাজার (Asian Market) একধাক্কায় অনেকটা উন্মুক্ত হয়। মার্কিন বাজারগুলি সপ্তাহের ট্রেডিংয়ের আগে রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচকগুলিও বেশ ভালোরকমভাবে বাড়তে উন্মুক্ত হতে থাকে।
ভবিষ্যতের চুক্তিগুলি সাধারণত ব্যবসায়ের সূচনা হলে আর্থিক বাজার কোন দিক নেয় তা সরবরাহ করে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন জয়ের কাছাকাছি চলে আসায় শুক্রবার ওয়াল স্ট্রিট কয়েক মাসের পর সেরা সপ্তাহ হিসেবে শেষ করে। আমেরিকার মার্কেট জো বাইডেনকে ৪৬-তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বাগত জানাতে প্রস্তুত। আরও পড়ুন, কুপওয়ারায় জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে শহিদ বিএসএফ কনস্টেবল ও ৩ সেনা; নিকেশ ৩ জঙ্গিও
এশিয়ান মার্কেট দৃঢ় হয়ে শুরুটা করেছিল, তবে ২০২০-র প্রতিযোগিতাকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। মার্কিন ডলার জাপানি ইয়েনের বিপরীতে দুর্বল হয়ে প্রতি ডলারের প্রায় ১০৩.২৫ ইয়েনে লেনদেন করেছে। অস্ট্রেলিয়ার ইক্যুইটি বেঞ্চমার্ক পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচকও ১.৭% শতাংশেরও বেশি বেড়েছে। শুক্রবার জাপানের নিক্কির স্টক এভারেজ ২৯ বছরের শীর্ষে পৌঁছানোর পরেও ৫০০ পয়েন্টের উপরে উঠে গেছে। আশা করা হচ্ছে ভারতের মার্কেটেও বড়সড় কোনও উন্নতি দেখা যাবে।