কাবুল, ২২ জুন: মঙ্গলবার মাঝ রাতে শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে আফগানিস্তান (Afghanistan)। মঙ্গলবার রাতের ভূমিকম্পের জেরে আফগানিস্ততানের পাকতিকা প্রদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবারের ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত আফগানিস্তানের ৯৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ৬.১ মাত্রার ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ৬০০ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাহাড়ে ঘেরা পাকতিকা প্রদেশে মৃত এবং আহতের সংখ্যা আর কত বাড়বে, তা নিয়ে আশঙ্কায় তালিবান সরকার।
পাকতিকা প্রদেশের যে ৪ জেলায় ভূমিকম্প অনুভূত হয়, সেখানে হেলিকপ্টার নিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে। খাবার, জল ছাড়া পাহাড়ের খাঁজে কেউ আটকে রয়েছেন কি না, সে বিষয়ে শুরু হয়েছে খোঁজ।
আরও পড়ুন: Shamshera: প্রকাশ্যে 'শামসেরার' টিজার, রণবীর কাপুরের লুক ভয় ধরাচ্ছে, চমক সঞ্জয় দত্তের
আফগানিস্তানে ভূমিকম্পের জেরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদও কেঁপে ওঠে।
ইসলামাবাদের পাশপাশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেও কম্পন অনুভূত হয় বলে জানানো হয় শেহবাজ শরিফের সরকারের তরফে। তবে পাকিস্তানে হতাহতের কোনও খবর মেলেনি।