Amritpal Singh (Photo Credit: Wikipedia)

দিল্লি, ২৮ মার্চ: অমৃতপাল সিংকে (Amritpal Singh)  নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। খালিস্তানি নেতা (Khalistani Leader) অমৃতপাল সিং যখন অধরা, সেই সময় মহারাষ্ট্র, উত্তরাখণ্ডে যেমন সতর্কতা জারি হয়েছে, তেমনি দেশের বাইরেও নজর রাখছে ভারত (India) । নেপালে পালিয়ে যেতে পারেন অমৃতপাল সিং। ভারতের সতর্কতার পরই  নেপালে কড়া নজরদারি শুরু হয়েছে। নেপালে অমৃতপাল সিং লুকিয়ে রয়েছেন কি না, সে বিষয়ে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। খালিস্তানি নেতা যাতে কোনওভাবে নেপালে আশ্রয় নিতে না পারেন,  সে বিষয়ে জোর তৎপরতা শুরু হয়েছে ভারতের পড়শি দেশে। ভারতীয় দূতাবাসের তরফে এ বিষয়ে নেপালকে সতর্ক করা হয়েছে। তবে অনুমনা করা হচ্ছে, অমৃতপাল সিং নেপালের (Nepal)  কোনও প্রান্তে লুকিয়ে রয়েছেন। তবে নেপালের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে ভারতকে কিছু জানানো হয়নি।

সম্প্রতি কাঠমাণ্ডু পোস্টের তরফে একটি খবর প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, নেপালে যে ভারতীয় দূতাবাস রয়েছে, তার তরফে চিঠি পাঠানো হয়েছে। নেপাল থেকে খালিস্তানি নেতা যাতে কোনওভাবে পালাতে না পারেন, সে বিষয়ে ভারতীয় দূতাবাসের তরফে সে দেশের সরকারের কাছে জানানো হয়েছে অনুরোধ।