
দিল্লি, ২৩ জুন: রাশিয়ার (Russia) দীর্ঘদিনের সঙ্গী ইরান (Iran)। সুখে, দুঃখে ইরানের পাশে থেকেছে রাশিয়া। দীর্ঘদিনের সেই সম্পর্কের মাঝে কি ভাঙন ধরল যাতে ইরানের উপর হামলার সময় পাশে দাঁড়াল না রাশিয়া? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। যে প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির (Vladimir Putin) পুতিন। তিনি বলেন, মস্কো সব সময় তার বন্ধুদের উপর প্রতিশ্রুতিবদ্ধ। যারা রাশিয়ার এই প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলছে, তারা উসকানিদাতা। ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কে উসকানিমূলক কথাবার্তা ছড়াতেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদ সংস্থা তাসের একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্যে থাকা বন্ধুদের সঙ্গে রাশিয়ার সূক্ষ সুতোয় বাধা। তাদের সঙ্গে রাশিয়া সূক্ষ সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে ইজরায়েলে (Israel) বহু রাশিয়ানভাষী মানুষ বসবাস করেন। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের লোকজন যেমন সেখানে বসবাস করেন তেমনি রুশ ফেডারেশনের প্রায় ২ মিলিয়ন মানুষের বসবাস। ফলে ইজরায়েল বর্তমানে প্রায় রুশভাষী একটি দেশ। ফলে রাশিয়া সব সময় এই বিষয়টি নিজেদের বিবেচনার মধ্যে রাখে বলেও মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন।
শুনুন কী বললেন ভ্লাদিমির পুতিন...
Putin: “Israel today is almost a Russian-speaking country, 2 million people from the Soviet Union and Russia live there. We take that into account.” pic.twitter.com/zC8VYa5AUm
— Open Source Intel (@Osint613) June 21, 2025
এসবের পাশাপাশি রাশিয়ায় বসবাসকারী মানুষের ১৫ শতাংশ ইসলাম ধর্মে বিশ্বাসী। ফলে সেই ধর্মের মানুষের যাতে কোনও আঘাত না লাগে মনে, সেদিকেও কড়া নজর মস্কোর রয়েছে বলে জানান পুতিন। ফলে মধ্যপ্রাচ্যের সঙ্গে সব সময় বুঝেশুনে সম্পর্ক বজায় রাখে রাশিয়া। হুটপাট কোনও সিদ্ধান্ত মস্কো নিতে পারে না বেলও মন্তব্য করেন পুতিন। সেই সঙ্গে ইজরায়েলের সঙ্গেও মস্কোর সম্পর্ক ভাল। ইজরায়েল যতই ইরানের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করুক না কেন, মস্কো সব বিষয়ে বুঝশুনে পা ফেলবে বলে মন্তব্য করতে শোনা যায় ভ্লাদিমির পুতিনকে।