US Flight Passenger Defies Mask Rule: মাস্ক পরতে অস্বীকার যাত্রীর, মাঝ আকাশ থেকেই ফিরে এল মার্কিন বিমান
American Airlines (Photo: Twitter)

ওয়াশিংটন, ২১ জানুয়ারি: মাস্ক পরতে অস্বীকার যাত্রীর (Passenger), মাঝ আকাশ থেকেই ফিরে এল মার্কিন বিমান। আমেরিকান এয়ারলাইন্সের (American Airlines) মিয়ামি থেকে লন্ডনগামী বিমানে ঘটনাটি ঘটেছে। বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, "আমেরিকান এয়ারলাইনস ফ্লাইট ৩৮ মিয়ামি থেকে লন্ডন যাওয়ার জন্য উড়েছিল। এক যাত্রী মাস্ক পরতে অস্বীকার করার কারণে বিমান আবারও মিয়ামিতে ফিরে আসে।"

জানা গিয়েছে, বিমানটি অবতরণ করলে পুলিশ ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে যে ওই ব্যক্তির বিমান যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরও পড়ুন: Ghana Blast: ঘানার পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু কমপক্ষে ১৭ জনের

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ২০২১ সালের জানুয়ারিতে এক নির্দেশিকায় জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটে মাস্ক পরা বাধ্যতামূলক। এই নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।