ফের জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসতে চলেছে ভারত! চারিদিকে ভারতীয় নাগরিক ও বংশোদ্ভূত বিশিষ্ট মানুষদের কর্মকাণ্ডে দেশের নাম ছড়িয়ে পড়ছে। এর মাঝে প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসলেন বিশ্ব ব্যাঙ্কের (World Bank president) প্রেসিডেন্ট পদে।
বিষয়টি নিয়ে জল্পনা চলছিলই। বুধবার রাতে ভারতীয়-আমেরিকান ব্যবসায়ী অজয় বাঙ্গার (Indian American businessman Ajay Banga) প্রেসিডেন্ট পদে বসার জল্পনা সত্যি হওয়ার কথা জানা গেল সংবাদ সংস্থা এএনআইয়ের পেজে।
বিশ্ব ব্যাঙ্কের ২৫ সদস্যের বোর্ড তাঁকে ৫ বছরের জন্য প্রেসিডেন্ট পদে মনোনীত করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২ জুন থেকে কার্যভার গ্রহণ করবেন মাস্টার কার্ডের প্রাক্তন সিইও। আরও পড়ুন: Rwanda Flood: পূর্ব আফ্রিকার রুয়ান্ডায় ভয়াবহ বন্যা, মৃত কমপক্ষে ১০৯
Indian American businessman Ajay Banga becomes the next World Bank president.
(File photo) pic.twitter.com/BLKbfwHvew
— ANI (@ANI) May 3, 2023
The Executive Directors of the World Bank today selected Ajay Banga as President of the World Bank for a five-year term beginning June 2, 2023. The Board looks forward to working with him on the World Bank Group Evolution process, as discussed at the April 2023 Spring Meetings,… pic.twitter.com/S9wBlbK28h
— ANI (@ANI) May 3, 2023