Afghanistan Earthquake (Photo Credit: X)

Afghanistan Earthquake: আফগানিস্তান (Afghanistan) যেন সেই পিছনেই পড়ে রয়েছে। তাইতো মারণ ভূমিকম্পের (Earthquake) পর আফগানিস্তান থেকে যে ছবি উঠে আসে, তা দেখলে ভাববেন, কত যুগ পিছনে আপনি পড়ে রয়েছেন। আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের পর সেখানে প্রায় ২২০০ মানুষের মৃত্যু হয়েছে। আহত বহু। আফগানিস্তানে ২২০০ মানুষের মৃত্যুর পর বেশ কিছু ভয়াবহ ছবি উঠে আসে, যাতে আঁতকে উঠবেন আপনিও।

ভূমিকম্পের পর আফগানিস্তানে যে সমস্ত মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন, সেখান থেকে পুরুষদের তো উদ্ধার করা হচ্ছে  কিন্তু অনেক মহিলার মারা যাচ্ছেন উদ্ধার না হতে পেরে। ইচ্ছে করে তাঁদের ধ্বংসস্তূপের নীচে ফেলে রাখা হচ্ছে। মহিলাদের উদ্ধার করলে, তাঁদের স্পর্শ করা হবে। যা একেবারেই নাকি সমীচিন নয় বলে মনে করে আফগানিস্তান। তাই অন্য মহিলাদের স্পর্শ করেন না পুরুষরা। সেই কারণে ধ্বংসস্তূপের নীচে আহত, জখম মরণ পথের পথিক মহিলাদের ছেড়ে দেওয়া হচ্ছে মৃত্যুর জন্য। ভূমিকম্পের পর আফগানিস্তান থেকে এমনই ছবি উঠে আসতে শুরু করেছে।

আরও পড়ুন: Afghanistan Earthquake: ভূমিকম্পের পর ভয়াবহ পরিস্থিতি আফগানিস্তানে, ভাঙাচোরা ঘর, বাড়িতে ছড়িয়ে, ছিটিয়ে 'লাশের পাহাড়', গোটা বিশ্বের সাহায্য চাইছে তালিবান সরকার

শুধুমাত্র পরস্ত্রীকে স্পর্শ করবেন না বলে, বহু মহিলাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে তাঁদের উদ্ধার করা হচ্ছে না। আফগানিস্তানের মধ্যযুগের প্রথায় মৃত্যু হচ্ছে বহু মহিলার।

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে আফগানিস্তান থেকে এমন ভয়াবহ খবর উঠে এসেছে। যেখানে ধ্বংসস্তূপ থেকে কোনওক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে বিবি আয়েষা বলেন, উদ্ধারকারী পুরুষদের অনেকে মহিলাদের ভুলে যাচ্ছেন। তাঁদের দিকে ফিরেও তাকাচ্ছেন না।

মহিলাদের উদ্ধার করতে হলে, তাঁদের স্পর্শ করতে হবে। এই ভয় থেকে ইট, কাঠ, পাথরের নীচে চাপা পড়া মহিলাদের মরার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন আয়েষা।

এমনকী ধ্বংসস্তূপের নীচে মহিলাদের আর্তনাদ শুনেও কোনও উদ্ধারকারী পুরুষ সেদিকে ফিরে তাকাচ্ছেন না। মহিলাদের অন্ধকারে মৃত্য়ু কূপের মধ্যে ফেলে রাখা হচ্ছে  আফগানিস্তানে। ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তান থেকে এমন ছবি উঠে আসতেই তা নিয়ে বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।