Shubhanshu Shukla (Photo Credit: X)

দিল্লি, ১৫ জুলাই: পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্ল (Shubhanshu Shukla)। ১৮ দিন মহাকাশে (ISS) কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা। স্পেসএক্স ড্রাগনের স্পেসক্রাফটে চড়ে ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্ল নেমে এলেন মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়া উপকূলে। ১৫ জুলাই ভারতীয় সময় দুপুর ৩টে-তে শুভাংশুরা ক্যালিফোর্নিয়া উপকূলে নামেন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে রওনা দেওয়ার ২২ ঘণ্টা পর শুভাংশু শুক্লদের ড্রাগন ক্যাপসুল নামে ক্যালিফোর্নিয়া উপকূলে। ১৮ দিন মহাকাশে থেকে ৬০ ধরনের পরীক্ষানীরিক্ষা করে তবেই শুভাংশুরা আবার পৃথিবীতে ফিরে আসেন।

ক্যালিফোর্নিয়া উপকূলে শুভাংশু শুক্লদের ড্রাগন ক্যাপসুল নামতেই নির্ধারিত বোট এগিয়ে যায় তার দিকে। এরপর ড্রাগন ক্যাপসুল থেকে খুব সাবধানে শুভাংশুদের বের করে আনা হয়। মহাকাশ থেকে পৃথিবীতে নামার পর শুভাংশুদের আপাতত বেশ কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপরই তাঁরা বাড়িতে ফেরার, পরিবারকে কাছে পাওয়ার অনুমতি পাবেন বলে জানা যাচ্ছে।

চলতি বছরের মার্চ মাসে সুনীতা উইলিয়ামস এবং ব্লাচ মোর যখন ফ্লোরিডা উপকূলে নামেন ড্রাগনে চড়ে, সেই সময়ও একই পন্থা অবলম্বন করা হয়। সুনীতা উইলিয়ামস, ব্লাচ মোরদের বেশ কিছুদিন পর্যবেক্ষণে রেখে তবেই বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। শুভাংশুদের ক্ষেত্রেও সেই একই নিয়ম মানা হচ্ছে বলে খবর।

মহাকাশ থেকে ফিরলেন শুভাংশু শুক্ল...

 

শুভাংশুদের নিয়ে স্পেসক্রাফটের ড্রাগন ক্যাপসুল প্রশান্ত মহাসাগরে নামতেই, গোটা বিশ্ব যেন তাঁদের সাদরে আমন্ত্রণ জানায়...

 

 

শুভাংশুরা পৃথিবীতে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর পরিবার...

 

ড্রাগন থেকে বেরিয়ে আসছেন শুভাশুরা...

 

ড্রাগন থেকে বেরিয়ে এলেন শুভাশু...