Afghanistan: মার্কিন বাহিনী বা ন্যাটোর সঙ্গে যুক্ত? বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি তালিবানের, আশঙ্কায় মানুষ
ছবি সংগৃহীত

কাবুল, ২০ অগাস্ট: মার্কিন সেনা কিংবা ন্যাটো বাহিনীর হয়ে কেউ কাজ করছেন কি না, সে বিষয়ে প্রত্যেক বাড়িতে গিয়ে তলব করছে তালিবান৷ প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করা হচ্ছে, কেউ সেখানে মার্কিন (US) বা ন্যাটো বাহিনীর (NATO) হয়ে কাজ করেন কি না৷ আফগানিস্তানে ক্ষমতা দখলের পর এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন ছবি উঠে আসতে শুরু করেছে৷

সম্প্রতি একটি গোপন রিপোর্ট প্রকাশ্য়ে আসে৷ সেখানেই আফগানিস্তানের (Afghanistan) বিভিন্ন বাড়িতে গিয়ে তালিবানের (Taliban) এই কীর্তি উঠে আসে৷ যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন সেখানকার মানুষ৷

বৃহস্পতিবার আফগানিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্য়ে আসাদাবাদে বেশ কিছু মানুষকে জাতীয় পতাকা তুলতে দেখা যায়৷ তালিবানের সাদা-কালো পতাকা নামিয়ে তাঁরা জাতীয় পতাকা তোলেন৷ যে ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ফুঁসে ওঠে তালিবান৷ আসাদাবাদে জাতীয় পতাকা তোলার চেষ্টা করলে, সাধারণ মানুষকে উদ্দেশ্য করে গুলি চালায়য় তালিবান৷ যার জেরে ২ জনের মৃত্যুর খবর মেলে৷ আহত হন আরও বেশ কয়েকজন৷

আরও পড়ুন: Taslima Nasreen: দেশের বাইরে সন্ত্রাসবাদ ছড়ালেও নিরুত্তাপ চিন, বিস্ফোরক তসলিমা

আসাদাবাদের পাশাপাশি জালালাবাদেও দেখা যায় একই ছবি৷ সেখানেও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা তোলা হলে, তালিবান গুলি ছুড়তে শুরু করে৷ যার জেরে জালালাবাদেও বেশ কয়েকজনের মৃত্যু হয় বলে খবর৷