Earthquake in Afganistan (Photo Credit: X@AFP)

গত রবিবারের ভূমিকম্পের শোক কাটিয়ে ওঠার আগেই ফের আতঙ্ক আফগানিস্তানে। মঙ্গলবার ফের ভূমিকম্প অনুভূত হয় ভারতের পড়শি এই দেশে। এবার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.২। মঙ্গলবার এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে নতুন করে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে ৪৮ ঘণ্টা আগের ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার রাত পর্যন্ত ১৪০০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা হাজারেরও বেশি। দেশটির পার্বত্য পূর্বাঞ্চলের গ্রামগুলিতে দুর্গম ভূখণ্ড থাকায় উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে।

গত রবিবার মধ্যরাতে (ভারতীয় সময় অনুযায়ী রাত পৌনে ১টা) প্রথম বার কেঁপে ওঠে আফগানিস্তান।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর পরেও বেশ কয়েক বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে আফগানিস্তানে। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫ এর বেশি। কম্পন অনুভূত হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকাতেও।

রবিবার রাতের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুনার প্রদেশ। শুধু কুনার প্রদেশেই ১৪০০ জনের বেশি প্রাণ হারান। আহত হন ৩ হাজার ১০০ জনের বেশি। ৫ হাজার ৪০০-র বেশি বাড়ি ভেঙে পড়ে। পার্শ্ববর্তী নানগরহর প্রদেশে আরও কয়েকজনের মৃত্যু হয়। আহত হন একশো জনের বেশি।