কাবুল, ২৪ সেপ্টেম্বর: আশরফ গনি (Ashraf Ghani) দেশ ছেড়ে পালানোর পর বর্তমানে তালিবানের (Taliban) দখলে আফগানিস্তান। কেয়ারটেকার সরকার চালাতে শুরু করেছে তালিবান। আফগানিস্তানের (Afghanistan) দায়িত্ব কেয়ারটেকার সরকার নিলেও, সেখানকার পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করেছে। অর্থকষ্টে ভুগছেন দেশের বহু মানুষ। এমনকী, অর্থের অভাবে কাবুলের রাস্তায় ঘরের জিনিষপত্র বিক্রি করতে দেখা যাচ্ছে বহু মানুষকে (Afghan People)। এবার অভাবের তাড়নায় আত্মহত্যা করলেন আফগানিস্তানের এক পুলিশ (Police) কর্মী।
সূত্রের খবর, বছর ৩৮-এর সাকির গত ১৬ বছর ধরে পুলিশে চাকরি করছিলেন। তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর গত ৩ মাস ধরে বেতন পাচ্ছিলেন না সাকির। ফলে সংসার চালানো দায় হয়ে পড়ে। বর্তমানে সাকিরের পরিবারে ২ স্ত্রী, ৭ সন্তান এবং মা রয়েছেন। ১৪ জনের সংসার কীভাবে চালাবেন, তা বুঝে উঠতে পারছিলেন না সাকির। অভাবের তাড়নাতেই শেষ পর্যন্ত আত্মহত্যা করেন ওই যুবক।
আরও পড়ুন: Narendra Modi's USA Visit: মোদীর মার্কিন সফরে বিক্ষোভ দেখান, প্রবাসী ভারতীয়দের আর্জি রাকেশ টিকায়েতের
সাকিরের স্ত্রী সাদিয়া জানান, গত ৩ মাস ধরে তাঁর স্বামী বেতন পাচ্ছিলেন না। ১৬ বছর ধরে পুলিশের চাকরি করেও, গত ৩ মাস ধরে হাতে কোনও টাকাপয়সা ছিল না। সংসার কীভাবে চালাবেন, তা বুঝতে না পেরেই শেষ পর্যন্ত সাকির আত্মহত্যা করেন বলে জানান তাঁর স্ত্রী।
সাকিরের দ্বিতীয় স্ত্রী ওয়াজিদা জানান, তাঁর বিয়ে হয় ৬ বছর আগে। বর্তমানে তাঁর এক কন্যা সন্তানও রয়েছে। ১৪ জনের পরিবারে রোজগারের মতো কেউ নেই। তাই কীভাবে সংসার চলবে, তা বুঝে উঠতে পারছেন না বলে জানান ওয়াজিদা।