দিল্লি, ২ সেপ্টেম্বর: শক্তিশালী ভূমিকম্পে (Powerful Earthquake) নড়ে উঠেছে আফগানিস্তান (Afghanistan Earthquake)। রবিবার মাঝ রাতে আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। যার জেরে ৮০০-র বেশি মানুষের মৃত্য়ু হয়েছে। আহত আড়াই হাজারের বেশি মানুষ।
পূর্ব আফগানিস্তানের নানগরহর এবং কুনার প্রদেশে যে ভয়াবহ কম্পন শুরু হয়, তার জেরে মৃত্যু মিছিল শুরু হয়েছে। একের পর এক বাড়ি, ঘর যেমন ভেঙে পড়তে শুরু করেছে, তেমনি ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মৃতদেহ।
কুনার এবং নানগরহর প্রদেশে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছেন। হাতে কোদাল নিয়ে মাটি খুঁড়ে, সেখান থেকে মৃতদেহ বের করে আনা হচ্ছে। কুনার এবং নানগরহর প্রদেশের ওই ভয়াবহ দৃশ্য দেখে, গোটা বিশ্ব চমকে উঠেছে।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিকিৎসকদের দল পাঠানো হচ্ছে উপদ্রুত এলাকায়। আহত এবং উদ্ধারকারীদের কোনও ধরনের সমস্যা হলে, চিকিৎসকরা যাতে দ্রুত পরিষেবা দিতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান চিকিৎসকদের দলটি।
প্রসঙ্গত আফগানিস্তানে ভয়াবহ কম্পনের পর গোটা বিশ্বের কাছে সাহায্য প্রার্থনা করেছে তালিবান সরকার। আফগানিস্তানে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাই গোটা পৃথিবী যাতে আফগানিস্তানের পাশে দাঁড়ায়, সেই আবেদন জানানো হয়েছে।
শুনুন তালিবান সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফে কী জানানো হল...
VIDEO | A powerful 6.0 magnitude earthquake struck eastern Afghanistan yesterday, killing over 800 people and injuring more than 2,500.
The late-night tremor flattened villages across Kunar, Nangarhar, and Laghman, leaving families trapped under the rubble. According to the… pic.twitter.com/4bcY8iLdZ1
— Press Trust of India (@PTI_News) September 2, 2025
এর আগে ২০২৩ সালে একবার কেঁপে ওঠে আফগানিস্তান। ওই সময় প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু হয়। ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবরা ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। যার জেরে ৮০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর মিলতে শুরু করেছে।