India Sends Food To Afghanistan (Photo Credit: X)

দিল্লি, ২ সেপ্টেম্বর: আফগানিস্তানের (Afghanistan Earthquake) পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। রবিবার মাঝ রাতের শক্তিশালী ভূমিকম্পের জেরে আফগানিস্তানে মৃতের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। নারগরহর এবং কুনার প্রদেশে এখনও পর্যন্ত ১৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর মিলছে। সেই সঙ্গে আহত ৩ হাজার। অর্থাৎ ২০২৩ সালে যে ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে কেঁপে ওঠে এবং ৪ হাজার মানুষের মৃত্যু হয়, পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে বলে মনে করছে বিভিন্ন মহল।

৬.৩ মাত্রার ভয়াবহ কম্পনে আফগানিস্তান যখন কেঁপে ওঠে, সেই সময় বাড়ি, ঘরের নীচে চাপা পড়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। মাঝ রাতে ভয়াবহ কম্পন হওয়ায় অনেকেই ঘরের বাইরে বেরোতে পারেননি। ফলে চাপা পড়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয় বলে মনে করছে তালিবান সরকার।

রিপোর্টে প্রকাশ, রবিবার মাঝ রাতের কম্পনের জেরে প্রায় ৫,৪০০ বাড়ি ভেঙে পড়েছে। ফলে শক্তিশালী কম্পনে যেমন বহু মানুষের মৃত্যু হয়েছে, অনেকে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। বাড়ি, ঘর ভেঙে পড়ে, আফগানিস্তানের ওই দুই প্রদেশের মানুষ জীবনের শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলেছেন। ফলে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে আফগানিস্তানে।

পাহাড়ের কোলে অবস্থিত নানগরহর প্রদেশ এবং কুনার প্রদেশ। পাহাড়ের কোলে অবস্থিত হওয়ায় বেশিরভাগ বাড়িঘর মাটির ইট, কাঠ, পাথর দিয়ে তৈরি। যার জেরে সমস্ত ধ্বংসাবশেষ সরিয়ে মৃতদেহ উদ্ধার করতে বহু সময়  লাগতে শুরু করেছে। আফগানিস্তানের ওই দুই প্রদেশের ধ্বংসাবশেষ থেকে যেভাবে ছোট ছোট শিশুদের দেহ উদ্ধার করা হচ্ছে, তা দেখে মন কেঁদে উঠছে গোটা বিশ্বের।

আরও পড়ুন: Afghanistan Earthquake: ভূমিকম্পের পর ভয়াবহ পরিস্থিতি আফগানিস্তানে, ভাঙাচোরা ঘর, বাড়িতে ছড়িয়ে, ছিটিয়ে 'লাশের পাহাড়', গোটা বিশ্বের সাহায্য চাইছে তালিবান সরকার

দেখুন কীভাবে ভেঙে তছনছ হয়ে গিয়েছে আফগানিস্তান...

 

এদিকে এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে আফগানিস্তানের পাশে দাঁড়াক গোটা বিশ্ব। তালিবান (Taliban Govt) সরকারের তরফে এমন আর্জি জানানো হয়। যে ডাকে সাড়া দিয়ে ভারতের (India) তরফে খাবার, ওষুধ-সহ একাধিক জিনিসপত্র পাঠানো হয়েছে।

ভূমিকম্পে যে হারে ক্ষতিগ্রস্থ আফগানিস্তান, তা থেকে সে দেশের মানুষকে রক্ষা করতে ভারতের তরফে বিভিন্ন জিনিসপত্র পাঠানো হচ্ছে।

দেখুন ভারতের তরফে কী কী পাঠানো হচ্ছে আফগান মুলুকে...