গজনি, ২৯ নভেম্বর: আফগানিস্তানের (Afghanistan) একটি সেনাঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ। নিহত কমপক্ষে ২৬ জন নিরাপত্তা কর্মী। সাম্প্রতিক অতীতে এত বড় হামলা হয়নি আফগানিস্তানে। হামলাটি পূর্ব প্রদেশের রাজধানী গজনিতে (Ghazni) হয়েছে। সেনাঘাঁটির তিন নম্বর ইউনিট চত্বরে বিস্ফোরক বোঝাই একটি হামভি গাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী জঙ্গি। গজনিতে প্রায়শই তালেবান ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নিয়মিত লড়াই চলে।
গজনি হাসপাতালের ডিরেক্টর মহম্মদ হেমাত বলেন, “আমরা এখনও পর্যন্ত ২৬টি মৃতদেহ পেয়েছি এবং ১৭ জন জখম। তাঁরা সকলেই নিরাপত্তা কর্মী।” গজনির প্রাদেশিক কাউন্সিলের সদস্য নাসির আহমদ ফকিরি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আরও পড়ুন: Coronavirus Outbreak: উহানে নয়, করোনাভাইরাস ছড়িয়েছে ভারত থেকে; আচমকা দাবি চিনের!
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান নিশ্চিত করেছেন যে একজন আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি উড়িয়ে দেয়। মনে করা হচ্ছে, তালেবানরাই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।