কাবুল, ১১ ফেব্রুয়ারি: ফের বিস্ফোরণ আফগানিস্তানে (Afghanistan)। তুর্কমেনিস্তান-আফগানিস্তান সীমান্তের একটি মসজিদে আজ বিস্ফোরণ হয় শুক্রবার জুম্মার নামাজের সময়। যার জেরে ১ জনের মৃত্যুর খবর মিলছে। আহত প্রাায় ১৫ জন।
রিপোর্টে প্রকাশ, শুক্রবার আফগানিস্তান-তুর্কমেনিস্তান সীমান্তের বাগদিস প্রদেশে জুম্মার নামাজের সময় কালা-ই-নাও মসজিদে বিস্ফোরণ হয়। যার জেরে বেশ কয়েকজন শিশুরও আহত হওয়ার খবর মিলছে বলে জানানো হয় টোলো নিউজের তরফে।
বাগদিস প্রদেশের স্বাস্থ্য দফতরের আধিকারিক জানান, শুক্রবারের বিস্ফোরণে যে কজন আহত হন, তার মধ্যে ৩ শিশু (Children) রয়েছে। প্রত্যেকের চিকিৎসা চলছে। বিস্ফোরণের পর কোনও জঙ্গি গোষ্ঠী এখনও তার দায় স্বীকার করেনি। পুলিশ (Police) তল্লাশি শুরু করেছে। বিস্ফোরণের জন্য কোনও জঙ্গি গোষ্ঠী দায়ি, তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানানো হয়।