রোম, ৮ অগাস্ট: ইতালির উত্তরাংশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি তাজা বোমার বিস্ফোরণ (World War II 450-Kg Bomb) ঘটানো হল। এই উপলক্ষে আগেভাগে সমস্ত ধরনের সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছিল। রবিবার দিন ওই ৪৫০ কিলো ওজনের বোমাটি বিস্ফোরণ ঘটানোর আগে লাগোয়া এলাকার ৩ হাজার বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, মিলান থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণপূর্বে মান্টুয়ার কাছে পো নদীতে এই বিরাটাকৃতি বোমার সন্ধান মেলে। সংবাদ সংস্থা ANSA জানিয়েছে, সেনার বিশেষজ্ঞরা বোমা থেকে ডিটোনেটরটিকে আলাদা করার পরেই সেটিকে ৪৫ কিলোমিার দূরের একটি গুহায় নিয়ে যান। সেখানেই এটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে বিস্ফোরণ ঘটানো হয়। আরও পড়ুন-Preity Zinta and Gene Goodenough Take a Day Off: যমজ সন্তানদের দেখাশোনা থেকে ছোট্ট বিরতি নিয়ে স্বামীর সঙ্গে ডেটিংয়ে প্রীতি জিন্টা, দেখুন ভিডিও
যেখানে বোমাটি পাওয়া গিয়েছিল, সেই এলাকা থেকে ৩ হাজার বাসিন্দাকে নিরাপত্তার খাতিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিস্ফোরণের পর ওই বাসিন্দারা ধীরে ধীরে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন।