২০২১ সালের মার্চে ভূমধ্যসাগরে যাওয়ার পথে মিশরে সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে গোটা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছিল পণ্যবাহী জাহাজ এভারগ্রীন। তাইওয়ের বিশাল পণ্যবাহী জাহাজ এভারগ্রীনের মত সুয়েজ খালে এবার আটকে গেল আরও একটি পণ্যবাহী জাহাজ। নরওয়ের এই পণ্যবাহী জাহাজটি এমনভাবে আটকে পড়েছে যাতে সুয়েজ খাল দিয়ে জলযান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্তকারী সুয়েজ খাল আন্তর্জাতিক বাণিজ্যের রাজপথ হিসেবে স্বীকৃত।
আটকে পড়া সেই পণ্যবাহী সেই জাহাজটির নাম গ্লোরি বলে জানা গিয়েছে। জাহাজটি সরানোর কাজ করতে ঝাঁপিয়েছে বিশাল বাহিনী। এভারগ্রীনের মত এত বড় বিপর্যয় কি না তা এখনও জানা যায়নি। তবে একের পর এক জাহাজ ইতিমধ্যেই সুয়েজ খালে আটকে পড়েছে।
দেখুন টুইট
A Norwegian cargo vessel has run aground in the Suez Canal and authorities are attempting to refloat the ship, shipowner Leth said today:https://t.co/Pe8PYaHuIM
— L'Orient Today (@lorienttoday) January 9, 2023
এশিয়া ও ইউরোপের মধ্যেকার জলপথের সময়কে অনেকটা কমিয়ে এনে বিশ্ব বানিজ্যকে অনেকটা সহজ করে এই খাল। সুয়েজ খাল বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষতি প্রতি ঘণ্টায় প্রায় ৪০ কোটি মার্কিন ডলার।