Mars. (Photo Credits:X)

Mars Meteorite: পৃথিবীতে আছড়ে মঙ্গল গ্রহের সবচেয়ে বড় উল্কাপিণ্ড রেকর্ড দরে বিক্রি হল। মঙ্গলের উল্কাপিণ্ড নিলামে কেনার জন্য অনেকেই আগ্রহী ছিলেন। আধ ঘণ্টার টানটান নিলাম পর্বের শেষে লাল গ্রহের উল্কা বিক্রি হল ৫.৩ মিলিয়ন মার্কিন ডলারে। এই উল্কাপিণ্ডটি নিউইয়র্কে সোথেবি’স নিলামে ৫৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে, যা উল্কাপিণ্ড নিলামের ইতিহাসে রেকর্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫৬ কোটি টাকায় বিক্রি হল এটি। এর আগে মহাকাশের কোনও পাথর এত দামে বিক্রি হয়নি। মঙ্গলের NWA 16788 উল্কাটি কে কিনলেন সেটা গোপনীয়তা রাখা হয়েছে। এটি ২৪.৫ কেজি ওজনের, যা পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের সবচেয়ে বড় উল্কাপিণ্ড হিসেবে বিবেচিত। NWA 16788 উল্কাপিণ্ডটি উত্তর পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের (Niger) দুর্গম আগাদেজ অঞ্চলের কেফকাফ (Kefkaf) এলাকায় পাওয়া গিয়েছিল।

কবে, কোথা থেকে এই উল্কাপিণ্ডটি উদ্বার করা হয়

১৪০ মিলিয়ন পথ পাড়ি দিয়ে সোজা সাহারা মরুভূমির একটি অংশে মঙ্গল থেকে সোজা আছড়ে পড়েছিল উল্কাটি। বছর দুয়েক আগে এক উল্কাপিণ্ড শিকারি (meteorite hunter) অনেক কষ্ট করে এটিকে উদ্ধার করে উল্কাপিণ্ডটির একটি ছোট টুকরো চীনের শাংহাই অ্যাস্ট্রোনমি মিউজিয়ামে পাঠান। তিনি নিশ্চিত ছিলেন সেই উল্কাপিন্ডটা ভিন গ্রহের। উদ্ধার হওয়া উল্কাটির গঠন ও গ্যাসের উপস্থিতি মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের সঙ্গে মিলে যাওয়ায় এটি মঙ্গল গ্রহের বলে নিশ্চিত করেছিলেন বিজ্ঞানীরা।

দেখুন মঙ্গলের সেই উল্কাপিণ্ডটি

 

কীভাবে এসেছিল পৃথিবীর বুকে

এই উল্কাপিণ্ডটি মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে একটি শক্তিশালী গ্রহাণু আঘাতের ফলে উৎক্ষেপিত হয়েছিল, যা এর খনিজ পদার্থের প্রায় ২১.২% কে মাস্কেলিনাইট (এক ধরনের কাচ) এ রূপান্তর করে। উল্কাপিণ্ডটি মঙ্গল গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস এবং লাল গ্রহের আগ্নেয়গিরির কার্যকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে, কারণ এটি মঙ্গল গ্রহের ম্যাগমার শীতলীকরণের ফলে গঠিত হয়েছে। সাহারা মরুভূমির শুষ্ক আবহাওয়া উল্কাপিণ্ড সংরক্ষণে সহায়ক, যা এই অঞ্চলকে উল্কাপিণ্ড শিকারের জন্য আদর্শ করে তোলে। এ কারণে উত্তর-পশ্চিম আফ্রিকায় বহু মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড পাওয়া যায়।