নয়াদল্লিঃ ১৬ তম ব্রিকস সম্মেলন(BRICS Summit 2024) উপলক্ষে দু'দিনের রুশ(Russia) সফরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। মঙ্গল সকালেই দিল্লি থেকে কাজানের উদ্দেশ্যে উড়েছেন মোদী। আর এবার বিদেশসচিব বিক্রম মিস্ত্রি(Vikram Mistri) জানালেন, রাশিয়ার সেনাবাহিনী থেকে সরানো হয়েছে ৮৫ জন ভারতীয়কে। রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয়দের নিযুক্ত করার বিষয়ে আগেই আপত্তি ছিল কেন্দ্রের। চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ আনা হয়। শুধু তাই নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতেও তাঁদের ব্যবহার করা হয়েছিল, এমন বিস্ফোরক অভিযোগও সামনে আসে। চলতি বছরের জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাতিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনায় উঠে এসেছিল এই বিষয়টি। প্রায় তিনমাস পর এই বিষয়ে পদক্ষেপ করল রাশিয়া। বিদেশসচিব জানান, রুশ সেনাবাহিনী থেকে ৮৫ ভারতীয়কে সরিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন আরও ২০ জন ভারতীয়। তাঁদের সরানোর প্রক্রিয়াও দ্রুত শুরু সম্পন্ন হবে। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গেও কথা চলছে বলে জানিয়েছেন বিক্রম মিস্ত্রি।
ব্রিকস সম্মেলনের মাঝে রুশ সেনাবাহিনী থেকে সরানো হল ৮৫ জন ভারতীয়কে
85 Indians Discharged From Russian Military Ahead Of BRICS Summit https://t.co/xuhKRCUlBV pic.twitter.com/Lbd5hJLhHJ
— NDTV News feed (@ndtvfeed) October 21, 2024