Russia Earthquake Video (Photo Credit: X/Screengrab)

Russia Earthquake Tsunami: মাস দুয়েকের মধ্যে একই জায়গায় ফের ভয়াবহ ভূমিকম্প। রাশিয়ার কামচাটকা প্রদেশে ৮.৮ মাত্রার পর, এবার সেই জায়গাতেই ৭.৭ মাত্রার ভূমিকম্প। আজ, শনিবার, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভয়াবহ ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এদিন ভূমিকম্পটা কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে, রাশিয়ার উপকূলের কাছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ৭.৭ মাত্রার ভূমিকম্প কামচাটকার পেত্রোপাভলভস্ক থেকে প্রায় ১২০ মাইল পূর্ব-দক্ষিণ-পূর্বে আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রায় ২২ মাইল গভীরে। এর পর রাশিয়ান কর্তৃপক্ষ প্রশান্ত উপকূল জুড়ে সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সুনামি ঢেউ স্থলভাগে পৌঁছায়নি বলে জানানো হয়েছে।

জারি সুনামি সতর্কতা

জুলাইয়ে রাশিয়ার এই অঞ্চলেই ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল, তখন প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামি সতর্কতা জারি হয়েছিল। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের গভীরতা এখনও জানা যায়নি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্প মাঝেমাঝেই ঘটে। কারণ এটি টেকটোনিক প্লেটের সক্রিয় এলাকা। প্রশান্ত মহাসাগরের অন্যান্য দেশগুলির ওপরও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। জরুরি পরিষেবা সংস্থাগুলি সতর্ক অবস্থায় রয়েছে, প্রশান্ত মহাসাগর জুড়ে মনিটরিং স্টেশন সক্রিয় করা হয়েছে।

দেখুন ভূমিকম্পের ভিডিও

দেখুন খবরটি

রিং অফ ফায়ার

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল রিং অব ফায়ারের অংশ। এখানে পৃথিবীর টেকটোনিক প্লেটগুলো সবচেয়ে বেশি নড়াচড়া করে। দুনিয়ার প্রায় ৭৫ শতাংশ সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প এই এলাকাতেই ঘটে। রাশিয়া, জাপান, ইন্দোনেশিয়া, চিলি, যুক্তরাষ্ট্রের আলাস্কা ইত্যাদি দেশ এর অন্তর্ভুক্ত।