Drake Passage Earthquake: প্রথমে বলা হয়েছিল ৮ মাত্রার। পরে জানানো হয়, ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকা মাঝে অবস্থান করা ড্রেক প্রণালী। এই ড্রেক প্রণালী হল উত্তর চিলির (Chile) কেপ হর্নের সঙ্গে আন্টার্কটিকার (Antarctica) শেটল্যান্ড দ্বীপপুঞ্জের মধ্যে উত্তাল সমুদ্রে এক অঞ্চল। এই অঞ্চলটি হল আটলান্টিক মহাসাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল। ৮০০ কিলোমিটার এই ড্রেরেক প্রণালীতে সমুদ্র সাধারণত এত উত্তাল থাকে যে জাহাজরা এই পথ এড়িয়ে চলে। এখানকার সমুদ্রের ঢেউ এত থাকে কারণ সেখানে আন্টার্কটিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যে শক্তিশালী সমুদ্রস্রোত ও হাওয়াকে বাধা দেওয়ার মতো কোনো বড় স্থলভাগ নেই।
তিমি, শীল, পেঙ্গুইনদের বাস এই ড্রেক প্রণালীতে
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানিয়েছে, দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকার মধ্যবর্তী ড্রেক প্রণালীতে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প প্রাথমিকভাবে রেকর্ড করা হয়েছে, যার কেন্দ্রের গভীরতা ১০.০ কিলোমিটার। এই ড্রেক প্রণালী দুনিয়ার সেরা তিমি, শীল, সিবার্ডস, পেঙ্গুনদের বাস। জলপথে আন্টার্কটিকা যাওয়ার এটাই একমাত্র বড় পথ।
দেখুন খবরটি
⚡️7.5-magnitude EARTHQUAKE in the Drake Passage between Antarctica and South America
ORIGINALLY reported as an 8.0-magnitude but the USGS downgraded it pic.twitter.com/v06AdQsgNT
— RT (@RT_com) August 22, 2025
জারি হয় সুনামি সতর্কতা
সেখানে বড় ভূমিকম্প হওয়ার ফলে অস্ট্রেলিয়া, চিলি সহ দুনিয়ার বিভিন্ন দেশের উপকূলবর্তী অঞ্চলে জারি করা হয় সুনামি সতর্কতা। মাঝ সমুদ্রে বিশেষ করে ড্রেক প্রণালীর মত অঞ্চলে বড় ভূমিকম্প দুনিয়ার বিভিন্ন প্রান্তে বড় সুনামি আনতে পারে।