Donald Trump (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নজরে এবার ভারতীয় ৬ কোম্পানি। এই সকল কোম্পানির উপর জারি হল নিষেধাজ্ঞা। কী দোষ তাদের? জানা গেল ইরানের থেকে তেল কেনার জন্য আমেরিকার নজরে এসেছে তারা। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে তেল কেনায় ভারতীয় কোম্পানিগুলির উপর চটল আমেরিকা। সম্প্রতি ইরান-ইজারায়েল সংঘাতের সময় আমেরিকা দাবি করে, ইরান জ্বালানি বিক্রির মুনাফা মধ্য় প্রাচ্যে সংঘাতে উসকানিতে ব্যবহার করচ্যাঁ। এই সময়ই ইরানের উপর নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা। আর এবার আমেরিকার রোষানলে পড়ল ৬ ভারতীয় কোম্পানি। ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

৬ ভারতীয় সংস্থাকে চিঠি পাঠাল আমেরিকা

এই বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়াতে উসকানি দিচ্ছে ইরান। তাই এই দেশের রাজস্বের গতিকে নিয়ন্ত্রণ করা আবশ্যক। ইরানের সঙ্গে বাণিজ্য করার না জন্য বিশ্বের ২০ টি কোম্পানিকে নোটিশ পাঠানো হয়েছে। যার মধ্যে রয়েছে ৬ টি ভারতীয় কোম্পানি। এই ৬ টি কোম্পানি হল, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল লিমিটেড, পারসিসটেন্ট পেট্রোকেম প্রাইভেট, অ্যালকেমিস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড ও রামনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি। এর মধ্যে সবথেকে বড় নিষেধাজ্ঞা চাপানো হয়েছে অ্যালকেমিস্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের উপর। হিসেব বলছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে ইরানের বিভিন্ন কোম্পানি থেকে ৮৪ মিলিয়ন ডলারের পেট্রোকেমিক্যাল পণ্য কিনেছে এই কোম্পানি।

 আমেরিকার নজরে ভারতীয় সংস্থা, ৬ কোম্পানির উপর জারি নিষেধাজ্ঞা, নেপথ্যে কী কারণ?