ব্রিকসের ১৫ তম সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় পৌছলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার সন্ধ্যেয় সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় পৌছন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন শিন জিনপিংকে স্বাগত জানানোর জন্য।
দক্ষিণ আফ্রিকার আর্ন্তজাতিক সম্পর্ক মন্ত্রী নাসেদি প্যান্ডর এবং ক্ল্যারাইস ডামিনি জুমা মহিলা, যুবককের মন্ত্রী উপস্থিত ছিলেন ও আর টাম্বো ইন্টারন্যাসন্যাল এয়ারপোর্টে শি জিনপিংকে স্বাগত জানোনোর জন্য।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সফরের উদ্দেশ্যে রওনা দেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রনে ব্রিকসের এই সম্মেলনে যোগ দেবেন তিনি।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার মিলিত অর্থনৈতিক জোট এই ব্রিকস। ফরেন সেক্রেটারি বিনয় কাটরা জানিয়েছেন, ব্রিকসের দেশগুলির পাশাপাশি আরো অন্য়ান্য দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে।এছাড়া ভারতে থেকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে একটি বিজনেস ডেলিগেশনও যাচ্ছে বলে জানিয়েছেন ফরেন সেক্রেটারি বিনয় কাটরা।
সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি ব্রিকস সম্মেলনে উপস্থিত থাকছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লদামির পুতিন। সারগেই লাভরভের নেতৃত্বে একটি ডেলিগেশন উপস্থিত থাকছেন ব্রিকস সম্মেলনে।
15th BRICS Summit: Chinese President Xi Jinping reaches Johannesburg
Read @ANI Story | https://t.co/I7mSp5TSti#China #BRICS #XiJinping #Johannesburg #SouthAfrica pic.twitter.com/UbfrkNXm24
— ANI Digital (@ani_digital) August 22, 2023