Bar Shootout In South Africa: দক্ষিণ আফ্রিকার ২টি বারে বন্দুকবাজের হামলা, কমপক্ষে নিহত ১৮ জন
প্রতীকী ছবি (Photo Credits: File Image)

জোহানেসবার্গ, ১০ জুলাই: দক্ষিণ আফ্রিকার (South Africa) একটি বারে (Bar) বন্দুকবাজের হামলায় নিহত ১৪ জন। পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গের কাছে সোয়েটো টাউনশিপের (Soweto Township) একটি বারে ঢুকে এলোপাথাড়ি গুলি (Shootout) চালায় এক বন্ধুকবাজ। পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গের বৃহত্তম জনপদ সোয়েটোর অরল্যান্ডো জেলায় ওই বারটি অবস্থিত।

পুলিশ আধিকারিক লেফটেন্যান্ট ইলিয়াস মাওয়েলা জানিয়েছেন, রাত সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ জনের দেহ উদ্ধার করে। আহত অবস্থায় আরও ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরও ২ জন মারা যান। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়। আরও পড়ুন: Sri Lanka Crisis: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষের প্রাসাদ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার

এই ঘটনার পরে দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় পিটারমারিটজবার্গের একটি বারে গুলি চলে। সেখানে ৪ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতের সংখ্যা ৮। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।