অশান্ত নেপালে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি (Sushila Karki)। শুক্রবার রাতে রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে শপথবাক্য পাঠ করেছেন তিনি। শনিবার থেকে দায়িত্ব নিতে শুরু করেছেন তিনি। এরমধ্যে নেপালের পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়ি দেশটি। অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ার পর সিংহ দরবার থেকে রবিবার প্রথম সাংবাদিক সম্মেলন করেছেন সুশীলা কার্কি। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন ৬ মাসের বেশি তিনি এই পদে থাকবেন না।

কী বললেন সুশীলা কার্কি?

সুশীলা কার্কি এদিন জানান, “আমি ক্ষমতার লোভে আসিনি। দেশের পরিস্থিতি স্বাভাবিক করাই এখন প্রথম ও প্রধান লক্ষ্য। ৬ মাসের পর নতুন সংসদের কাছে দায়িত্ব হস্তান্তর করলেই আমার কাজ শেষ। তবে জনগণের সমর্থন না পেলে আমরা সফল হতে পারব না। তাই দেশবাসীর কাছে শান্তি ফেরানোর আর্জি জানাচ্ছি”।

ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে এই প্রথমবার ২৭ ঘন্টা ধরে টানা আন্দোলন চলেছে। আন্দোলনকারীরা দেশে অর্থনৈতিক সমতা ও দুর্নীতি নির্মূলের দাবি জানিয়েছে। গত ৮ সেপ্টেম্বর যে সমস্ত আন্দোলনকারীদের মৃত্যু হয়েছে, তাঁদের সকলকেই শহীদ ঘোষণা করা হবে। শহীদের পরিবারপিছু ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হবে। এবং আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার ও তাঁরাও ক্ষতিপূরণ পাবেন।