অভিষেক ব্যানার্জি( Photo Credit-ANI Twitter)

২৩মে, ২০১৯:‌ বাবুল সুপ্রিয় (‌Babul Supriya)-র থেকে অনেকটা পিছিয়ে গেলেন মুনমুন সেন (Moon Moon Sen)। তবে প্রথম দফার গণনা এখনও শেষ হয়নি। যুযুধান দু’‌পক্ষই আসানসোল লোকসভা কেন্দ্র (Assansol Loksabha Constituency)থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাবুল সুপ্রিয় আগেও আসানসোল থেকে জয়ী প্রার্থী। কেন্দ্রের সরকারে তিনি মন্ত্রী ছিলেন। আর মুনমুন সেনকে বাঁকুড়া থেকে নিয়ে এসে এখানে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছে বাবুল সুপ্রিয়কে। আপাতত তৃণমূল প্রার্থী মুনমুন সেন (Munmun Sen)পিছিয়ে থাকলেও গণনা এগোনোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাবে বলে আশাবাদী পর্যবেক্ষকরা।

প্রথম দফার গণনার মাঝপথে ২২ হাজার ২৮০ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। সেখানে মুনমুন সেন এখনও পর্যন্ত ১৬ হাজার ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। ৩৭৯ ভোট কেন্দ্রে গণনা হচ্ছে। ২৫ হাজার ভোট কর্মী গণনাক কাজে নিযুক্ত রয়েছে। আরামবাগ কেন্দ্রে এগিয়ে আছে অপরূপা পোদ্দার ১৩ হাজার ভোটে। বালুরঘাট কেন্দ্রে এঘিয়ে আছে অর্পিতা ঘোষ। ৭ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন তিনি। বারাসত কেন্দ্রে এগিয়ে আছেন কাকলি ঘোষদোস্তিদার। ১০ হাজার ভোটে এগিয়ে আছেন তিনি। ডায়মন্ডহারবার কেন্দ্রে এগিয়ে গেলেন অভিষেক ব্যানার্জি ৩০ হাজার ভোটে।