Road Accident (Photo Credit: X)

ভ্যালেন্টাইনস ডে-এর দিন মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটল বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। দুই লরির রেষারেষির মাঝে পড়ে মৃত্যু হল বরাহনগরের (Barahnagar) কুদিঘাটি এলাকার বাসিন্দা। মৃত যুবকের নাম সায়ন্তন বসু। জানা যাচ্ছ, শুক্রবার রাতে বিনা হেলমেট নিয়ে বাইক চালাচ্ছিল ওই যুবক। তখনই সতীশ সেন রোডের কাছে ঘটে ওই দুর্ঘটনা। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও ঘাতক দুই লরির খোঁজ শুরু করেছে পুলিশ। এদিন আচকাই ঘটা এই দুর্ঘটনায় শোকস্তব্ধ যুবকের পরিবার।

লরির ধাক্কায় মৃত্যু যুবকের

জানা যাচ্ছে, এদিন রাতের দিকে সায়ন্তন বাইক নিয়ে কুদিঘাটিতে নিয়ে বাড়িতে ফিরছিল। সেই সময় দুই লরির মাঝে পড়ে যায় সে। সেখানেই লরির ধাক্কায় বাইকটি ছিটকে পড়ে। যুবকের মাথায়, বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরবর্তীকালে কর্তব্যরত পুলিশ ময়নাতদন্তের জন্য দেহটি পাঠিয়ে দেয়। এবং পরিবারকেও জানানো হয়।

হেলমেট ছাড়া রাস্তায় বাইক নিয়ে বেরোনোর প্রবণতা বাড়ছে

এলাকাবাসীদের দাবি, রাতের দিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে লরির সংখ্যা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। আর এই সময় অনেকেই হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। যার ফলেই এই ধরণের দুর্ঘটনা ঘটে।