
এবার বিয়েবাড়িতে কী গান চলবে, এই নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে বচসা। আর সেই বচসাই কার্যত রণক্ষেত্র পরিস্থিতির আকার নেয়। চলল গুলি, এলোপাথারি অস্ত্রের কোপ। আর তাতেই মৃত্যু হল বছর ১৯-এর তরতাজা প্রাণের। শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) নিউ টাউনশিপ থানা এলাকার ভ্যাম্পে কলোনিতে। মৃত যুবকের নাম আর্টিস্ট বেদ। তাঁর বাড়ি পাণ্ডবেশ্বর থানা এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনার জেরে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
গান বাজানোকে কেন্দ্র করে বিয়েবাড়িতে অশান্তি
জানা যাচ্ছে, এদিন গান চালানোকে কেন্দ্র করে দুই বাড়ির সদস্যের মধ্যে অশান্তি হয়। বরপক্ষের কয়েকজন যুবক ঝাড়খণ্ড এলাকার বাসিন্দা। তাঁরা আর্টিস্ট বেদকে গান পরিবর্তন করার কথা বলেন। কিন্তু সে পরিবর্তন করতে রাজি হয় না। তখনই শুরু হয় ঝামেলা। অভিযোগ, ওই যুবকরা আর্টিস্টকে স্টেজ থেকে মারধর করতে করতে নীচে নামায়। তার কিছুক্ষণ পরেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করেন কনের বাড়ির সদস্যরা। আর তারপরই পরিস্থিতি উত্তেজিত হয়।
গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ নাকচ পুলিশের
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, আর্টিস্টকে গুলি করে খুন করা হয়েছে। যদিও পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট দেখে দাবি করছে, যুবকের শরীরে কোনও গুলি লাগেনি, বরং বুকে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। আর সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।