
রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে কথা বলছিলেন দুই ব্যক্তি। পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার সজোরে ধাক্কা মারল তাঁদের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে খড়গপুর (Kharagpur) গ্রামীণ থানা এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। আহত অপরজনকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে দেহ ঘিরে প্রতিবাদ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে যানজট শুরু হয় ওই রাস্তায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। শেষমেশ অবরোধ তোলা হয় এবং মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ডাম্পারের ধাক্কায় মৃত্যু দুজনের
জানা যাচ্ছে, খড়গপুরের নারায়ণগড় থানা এলাকার দুরিয়ার বাসিন্দা কালিপদ সাঁতরা এদিন তাঁর সহকর্মীকে বাইকে করে নিয়ে যাচ্ছিলে মেটালিক্স কারখানায়। সেই কারখানারই ৭ নম্বর ইউনিটের কর্মী ছিলেন কালিপদ। জামানা-বারবেটিয়া রাজ্য সড়কের মাওয়া বাজারের রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে তাঁরা ফোনে কথা বলে। তখনই সামনে থেকে একটি মালবাহী ডাম্পার এসে ধাক্কা দেয় বাইক সহ দুই ব্যক্তিকে। ডাম্পারের ধাক্কায় রক্তে ভেসে যায় এলাকা।
দেহ ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কালিপদকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সহকর্মীর অবস্থার অবনতি হলে তাঁকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘিরে তুমুল উত্তেজনা শুরু হয় এলাকায়। গ্রামবাসীরা দেহটি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি ছিল, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই রাস্তায় কোনও ভারি গাড়ি চলবে না। গাড়ির গতি কমানোর জন্য স্পিডোমিটার, বাম্পারের ব্যবস্থা করতে হবে। অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। আশ্বস্ত মেলার পর অবরোধ তুলে দেয় তাঁরা।