শাহরুখ খান ও মমতা ব্যানার্জি (Photo: IANS)

কলকাতা, ৪ এপ্রিল: করোনাভাইরাসের মোকাবিলায় নেমে পড়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। তাঁর বিভিন্ন সংস্থা, যেমন মীর ফাউন্ডেশন (Meer Foundation ), রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ( Red Chillies Entertainment), কলকাতা নাইট রাইডার্স (KKR) করোনাভাইরাসের মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। শাহরুখের মীর ফাউন্ডেশন ও কেকেআর পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারের সঙ্গে মিলিতভাবে স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় ৫০ হাজার PPP কিট দেবে। পাশাপাশি সচেতনতা প্রসারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, আজই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (CM Mamata Banerjee) ফোন করেছিলেন শাহরুখ। তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, করোনা মোকাবিলায় রাজ্য সরকার যে আপৎকালীন তহবিল তৈরি করেছে সেখানে আড়াই কোটি টাকা অনুদান দেবেন।

সাহায্যের ঘোষণা করে শাহরুখ টুইটে লেখেন, "এই সময়ে আপনার চারপাশের সবাইকে আপনার জন্য অক্লান্ত পরিশ্রমী করে তুলছে .. যাদের সঙ্গে আপনার সম্পর্ক নেই। সম্ভবত আপনার অচেনা। বোধ হয় তারা একা নয়। আসুন আমরা নিশ্চিত করি যাতে আমরা সবাই একে অপরকে দেখাশোনা করার জন্য সামান্য কিছু করি। সমস্ত ভারত এবং সমস্ত ভারতীয় একটিই পরিবার।"

আজ পাল্টা শাহরুখকে ধন্যবাদ জানিয়ে মমতা ব্যানার্জি লিখেছেন, "ধন্যবাদ শাহরুখ। আপনার অবদান এই সময়ে অনেক দুঃস্থ মানুষকে সহায়তা করবে। এই উপকার এই দেশের লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা দেবে। যারা আপনাকে সম্মান ও শ্রদ্ধার সাথে তাদের রোল মডেল মনে করে।"