আবারও খবরের শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। এবার এক তরুণীর হাত পা বাধা দেহ উদ্ধার হল ন্যাজাট থানা এলাকার একটি জলাশয় থেকে। প্রাথমিকভাবে ধর্ষণ হয়েছে বলে মনে করছে পুলিশ। দিনদুয়েক আগে ঘটা এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে। এমনকী এই নিয়ে মৃতার পরিবারের দাবি, চারদিন আগে তরুণী নিখোঁজ হয়। পুলিশে অভিযোগ জানানোর পরেও তৎপরতার সঙ্গে খোঁজা হয়নি। যার ফলে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। রবিবার ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) রাজ্য প্রশাসনের বিরুদ্ধেই আঙুল তুলেছেন তিনি।
তিনি বলেছেন, "বাংলায় মহিলাদের সুরক্ষা বলতে কিছুই নেই। প্রতিদিন কোনও না কোনও ঘটনা এই রাজ্যে ঘটেই চলেছে। জয়নগর হোক বা সন্দেশখালি কোথাও কোনও ঘটনা ঘটলেই রাজ্য সরকার তা প্রথমে অস্বীকার করে। আর সেই কারণেই এই ধরনের অপরাধীরা আরও প্রশয় পাচ্ছে। জয়নগরের ঘটনায় তো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। অভিযুক্তকে ফাঁসি সাজা শোনানো হলেও বদলায়নি রাজ্যের পরিস্থিতি। বরং তারপরেও ধর্ষণের ঘটনা ঘটছে। সন্দেশখালিতে যে ১৮ বছরের তরুণী দেহ উদ্ধার হল সেই সময় পুলিশ যে প্রমাণ জোগাড় করেছে তাতে প্রাথমিকভাবে ধর্ষণ ও খুনের তত্ত্বই সামনে আসছে। কিন্তু সরকার তা অস্বীকার করবে। এভাবে ধর্ষকদের বাঁচিয়ে কী লাভ"?
#WATCH | Delhi: West Bengal BJP President and Union Minister Sukanta Majumdar says, "Women are not safe in West Bengal. West Bengal Chief Minister Mamata Banerjee has always tried to deny the incidents of Sandeshkhali and Jaynagar. This encourages people with a criminal… pic.twitter.com/MUtR0JhHXA
— ANI (@ANI) December 8, 2024