Death, Representational Image (Photo Credit: File Photo)

জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) বিসর্জনে শোভাযাত্রায় গিয়ে ঘটল মর্মান্তিক পরিণতি। জেনারেটরে চুল আটকে উপড়ে গেল এক বছর ৩০-এর মহিলার মাথা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডিতলার কলাছড়া এলাকায়। জানা যাচ্ছে, ব্রাহ্মনডাঙার বাসিন্দা ছিলেন উজ্জ্বলা সাঁতরা ও ঝন্টু সাঁতরা। জানা যাচ্ছে, বিশাল শোভাযাত্রা নিয়ে এদিন ধর্মতলা থেকে পালপাড়ার দিকে যাচ্ছিল ওই শোভাযাত্রা। আর ঝন্টুর ভ্যানে ছিল চলন্ত জেনারেটর। জানা যাচ্ছে, দুবছরের ছেলেকে কোলে নিয়ে ও আট বছরের মেয়েকে নিয়ে দীর্ঘক্ষণ হাঁটছিলেন উজ্জ্বলা। ক্লান্ত হয়ে পড়ায় স্বামী ভ্যানে উঠে পড়ে। আর তারপরেই ঘটে বিপত্তি।

জানা যাচ্ছে, চুল খুলে রাখার কারণে কখন তা জেনারেটরে জড়িয়ে পড়ে তা নিজেও বুঝতে পারেননি উজ্জ্বলা। যখন মাথায় টান পড়ে তখন বুঝতে পারেন বিপদ। তবে আশেপাশে গানবাজনার আওয়াজের কারণে তাঁর চিৎকার কেউ শুনতে পারেননি। এমনকী তাঁর স্বামী যখন বিষয়টি বুঝতে পারেনস ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি কাটা মাথার অংশ ছিটকে পড়ে যায় এবং ভ্যান থেকে একটি দেহ উল্টে পড়ে।

তড়িঘড়ি দেহটি উদ্ধার করে স্থানীয়রা চণ্ডিতলার গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা উজ্জ্বলাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। দুই সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ঝন্টু। ঘটনার পর শোকস্তব্ধ গোটা এলাকা।