West Bengal Weather Update: প্রেমদিবসে বাড়ল ঊষ্ণতা, সরস্বতীপুজোর আগেই উধাও শীত
আবহাওয়া উন্নতি হতে পারে। (Photo Credits: Pixabay)

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: প্রেমদিবসে ঊষ্ণতা বাড়িয়ে চড়ছে পারদ। রাত পোহালেই সরস্বতী পুজো, তবে তাতে কি শীতের (Winter) তো ছিটেফোটাও নেই। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেড়ে সোমবার কলকাতার তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। তাই বাগদেবীর আরধনা উপলক্ষে সাতসকালে স্নানে যাওয়ার কোনও ঝুঁকি এবার থাকছে না। কারণ ঠান্ডাই তো নেই। জেলার দিকে সকালে হালকা আমেজ থাকলেও কলকাতায় শীত একেবারেই উধাও হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিনে বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও। মাঘ পেরিয়ে ফাল্গুন পড়েছে একদিন হল, তাতেই শীত অতীত হয়েছে। আরও পড়ুন-Biplab Deb: শ্রীলঙ্কা ও নেপালে সরকার গড়ার পরিকল্পনা করছেন অমিত শাহ, ফের বেফাঁস বিপ্লব দেব

লেপ-কম্বল থেকে সোয়েটার বছরকার মতো ফের ন্যাপথলিনের গন্ধ মেখে ফিরছে আলমারিতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারির এই সময়ে যা স্বাভাবিক। চলতি বছরে ফেব্রুয়ারির শুরুটা ছিল শীতলতম। গত ১০ বছরে এই প্রথম এমন ঠান্ডা পড়ল রাজ্যে। এছাড়া জানুয়ারিজুড়ে শীত পুরোপুরি ভেলকি দেখিয়েছে। কখনও উত্তুরে হাওয়ার কনাকানিতে শীতপোশাক ছেড়ে বেরনোই মুশকিল ছিল। আবা কখনও অস্বস্তিতে পাতলা চাদরও গায়ে রাখা যায়নি।