কলকাতা, ২৫ নভেম্বর: অবশেষে ঠান্ডা এল কলকাতায় (Winter In West Bengal)। ভোর থেকেই কুয়াশায় ঢেকেছে শহর। গড়ের মাঠের দৃশ্যমানতা খানিকটা কমতেই শীতপ্রিয় বাসিন্দাদের মুখে হাসি ফুটেছে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে ২০ ডিগ্রির নিচে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি উপরে। তবে তাতে কি, নভেম্বরের শেষে হলেও শীতের আভাস যে মিলেছে এটাই যথেষ্ট। আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস বলছে। আজ থেকেই শুরু হল শীতের মরশুম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়বে শীত। এদিনের সর্বচ্চো তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। আরও পড়ুন-'কন্যাসন্তানরা সবসময়ই প্রিয়তমা হয়', কেবিসি-র সেটে আবেগতাড়িত অমিতাভ বচ্চন
সপ্তাহান্তে ফিরছে শীত। নভেম্বরের শেষের কয়েকদিন শীত ভালোই ব্যাটিং করবে মনে হচ্ছে। তবে লম্বা ইনিংসে খেলবে কি না এখনও স্পষ্ট নয়। এদিকে বৃহস্পতিবার দিনভর মেঘমুক্ত আকাশ থাকায় ঝলমলে রোদ্দুরের দেখা মিলবে। বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই।