দুর্গাপুজো উদ্বোধনে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিয়ালদহে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন শাহ। রামমমন্দিরের আদলে লেবুতলায় এবার দুর্গাপুজোর প্য়ান্ডেলের থিম হয়েছে। রামমন্দির আদলে তৈরি হওয়া পুজোর উদ্বোধনের পর বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন শাহ। কলকাতা পুরসভায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে হয় এই পুজো।
এদিন, দমদম বিমানবন্দরে শাহ-কে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। পুজোয় তৃণমূলকে খালি জমি ছেড়ে দিতে নারাজ বিজেপি। তাই দিদিকে টেক্কাকে দিতে শাহ-কে দুর্গাপুজোর উদ্বোধনে নামাল বিজেপি।
দেখুন রামমন্দিরের আদলে তৈরি হওয়া সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিয়ো
This spectacular 'Ram Mandir' is in Kolkata!
Yes, you read that right! This is the replica of the original temple and has been built by Santosh Mitra Square Durga Puja committee. The Pandal will be inaugurated by HM Amit Shah later this evening
VC: Puja Organisers
(@iindrojit) pic.twitter.com/8UITAs2WXy
— IndiaToday (@IndiaToday) October 16, 2023
দেখুন শাহ-কে বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন শুভেন্দু অধিকারী
has reached Kolkata to participate in Durga Puja festivities. pic.twitter.com/ZjzPYnLFzg
— News Arena India (@NewsArenaIndia) October 16, 2023
পুজো উদ্বোধনে এসে অমিত শাহ জানালেন, মা দুর্গার কাছে প্রার্থনা করলাম বাংলায় যেন দুর্নীতি আর নৃশংসতার শেষ হয়।