Dilip Ghosh (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ২১ সেপ্টেম্বর: বিজেপির (BJP) রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে৷ রাজ্য সভাপতি থেকে তিনি এখন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি৷ বিরোধীরা দিলীপ ঘোষের এই পদ পরিবর্তনকে অন্য চোখে দেখলেও, নিজের জায়গায় অনড় গেরুয়া শিবিরের এই দাপুটে নেতা৷

মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআইয়ের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ৫ বছর আগে যখন তাঁরা শুরু করেছিলেন, তখন পশ্চিমবঙ্গের (West Bengal) ছবি অন্যরকম ছিল৷ ওই সময় বাংলায় কারও মুখে বিজেপির নাম শোনা যেত না৷ বর্তমানে বিজেপি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল৷ তৃণমূলের মতো বিজেপিরও পশ্চিমবঙ্গে সমান ক্ষমতা৷ তাই দল বুঝেশুনেই সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) রাজ্য সভাপতির পদ দিয়েছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ৷

আরও পড়ুন: Sukanta Majumdar: ''তৃণমূলে পরিবারতন্ত্র চলছে, বাংলাকে আফগানিস্তান হওয়া থেকে যাঁরা রক্ষা করছেন, তাঁদের ধন্যবাদ''

কী বললেন দিলীপ ঘোষ দেখুন...

এসেবর পাশাপাশি দিলীপ ঘোষ (Dilip Ghosh) আরও বলেন, বাংলার জন্য তাঁর লড়াই সব সময় জারি৷ অভিজ্ঞতার দরুণই তিনি কেকন্দ্রীয় স্তরে আরও বড় দায়িত্ব পেলেন বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ৷ তবে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়াতেই দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে বিজেপি সরিয়ে দেয় বলে দাবি বিরোধীদের৷