ফাইল ফটো (Photo Credit: Wikimedia Commons)

কলকাতা: পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার (WB School Teacher Recruitment Scam) তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) দায়িত্বপ্রাপ্ত সহকারী অধিকর্তা মিথিলেশ কুমার মিশ্রকে (Assistant Director Mithilesh Kumar Mishra) মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ (Calcutta High Court’s single-judge bench of Justice Amrita Sinha)। তাঁর এই রায়কে স্বাগত জানাচ্ছে বিরোধীরা।

এপ্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী (senior advocate of Calcutta High Court) ও সিপিএমের রাজ্যসভা সদস্য (CPI(M) Rajya Sabha member) বিকাশরঞ্জন ভট্টাচার্য্য (Bikas Ranjan Bhattacharya) জানান, এই নির্দেশ কিছুটা প্রত্যাশিতই ছিল। গত ২৫ সেপ্টেম্বর আগের শুনানিতে ওনার বক্তব্য আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। সেটা বিচারপতি পরিষ্কার বুঝিয়েও দিয়েছিলেন। আরও পড়ুন: Drone With Night Vision: উত্তরবঙ্গ সীমান্তে রাতেও নজরদারি চালাবে ড্রোন! দেখুন মাইলফলক ছোঁয়ার ভিডিয়ো