শীত (প্রতীকী ছবি: File Photo)

কলকাতা, ১ নভেম্বর: উত্তুরে হাওয়ার কারণে আরও নামল কলকাতা-সহ রাজ্যে তাপমাত্রার (Temperature) পারদ। সূর্যাস্তের পরেই শীতের আমেজ (Winter 2021) অনুভব হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও কনকনিয়ে পড়বে না শীত। তার জন্ অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ থেকে ২০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে পারদ ইতিমধ্যেই ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিন এই মনোরম আবহাওয়া বজায় থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণও কমবে। আরও পড়ুন: Rajib Banerjee: ডোমজুড়ের নেতার 'ঘরওয়াপসি' ত্রিপুরায়, ভুল করেছিলাম বলে তৃণমূলে ফিরলেন রাজীব ব্যানার্জি

তবে, দার্জিলিং, কালিম্পঙে দু এক পশলা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতাসহ বাকি জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা বজায় থাকবে।