কলকাতা, ২৪ নভেম্বর: নিম্নচাপ কাটতেই শীতের (Winter) আমেজ ফিরল রাজ্যে। কলকাতায় (Kolkata) একধাক্কায় তাপমাত্রার (Temperature) পারদ নেমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধের পর ও ভোরের দিকে শীতের আমেজ আবারও টের পাওয়া যাবে। তবে, কুয়াসার দাপট অব্যাহত থাকবে। জাঁকিয়ে শীত পড়তে লাগবে আরও বেশ কিছুদিন।
হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে শীতের আমেজ আরও টের পাওয়া যাবে। তাপমাত্রা কমবে অনেকটাই৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে, দক্ষিণবঙ্গেও একই পরিস্থিতি বজায় থাকবে৷ নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ছে রাজ্যে। এর ফলেই স্বাভাবিকের থেকে অনেকটাই বাড়ে তাপমাত্রার পারদ। আরও পড়ুন: Mamata Banerjee: বিজেপিকে পরাস্ত করতে পারেন মমতাই, তৃণমূলে যোগ দিয়ে বললেন অশোক তনওয়ার
বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির জেরেই রাজ্যে জাঁকিয়ে শীতের প্রবেশ ঘটতে পারে। বৃষ্টি হত পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতও বৃষ্টি হতে পারে।