প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

কলকাতা, ২৮ মার্চ: আজ দোল পূর্ণিমা (Dol Purnima)। রঙের উৎসবে মেতেছে বাংলা। বসন্তে রঙ বেরঙের আবিরে রাঙিয়ে নেওয়ার দিন। মিষ্টি মুখ, রঙ খেলার মধ্যে দিয়ে এক অনাবিল আনন্দে মেতে ওঠার দিন আজ। করোনার দাপটে উৎসবের আনন্দানুষ্ঠানে খানিকটা হলেও ভাঁটা পড়েছে। তার ওপর আকাশের মুখ ভার। হাল্কা রোদ আর ভ্যাপসা গরম। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপর একটি হাইপ্রেসার জোন থাকে। কিন্তু বর্তমানে তা নেই। আর সেই জন্যই শুষ্ক আবহাওয়া বাড়াচ্ছে অস্বস্তি। আরও পড়ুন, আজকের 'মন কি বাতে' নরেন্দ্র মোদির সম্পূর্ণ বক্তব্য

কেবল ২৮ ও ২৯ মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সবমিলিয়ে প্রথম দফা নির্বাচনের পর রাজ্যে খরতাপের পারদ কিছুটা হলেও কমিয়ে স্বস্তি দিতে পারে মরশুমের প্রথম বৃষ্টি। ২৮ তারিখে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায়। ২৯ তারিখে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোরো হাওয়া।