Weather (Photo Credit: X@NewIndianXpress)

West Bengal Weather Update: পৌষ মাস বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে শীতের দাপট কমতে শুরু করেছে রাজ্যে। তার উপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা পাচ্ছে শীত। বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট দেখা যাবে রাজ্যে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে উত্তরের কয়েকটি রাজ্যে বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি সঙ্গে তুষারপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। দক্ষিণের জেলাগুলো শুষ্কই থাকবে।

আজ শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াল। তবে আগামীকাল থেকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে ফের শীত কিছুটা বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ২৬ জানুয়ারি, রবিবারের পর থেকে উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা রয়েছে।