(Photo Credits: IANS|File)

কলকাতা, ১৫ জানুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ শনিবারও দিনভর মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। রাজ্যের চার জেলা-পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,  ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাতেরও (Rain) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD)। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। তাপমাত্রা সামান্য নামলেও জাঁকিয়ে শীতের (Winter) সম্ভাবনা নেই।

মেঘলা আকাশ এবং দিনভর বৃষ্টির জেরে বঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমে গিয়েছিল। শনিবার বিকেলের পর থেকে কমবে বৃষ্টির প্রভাব। রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। যার কারণে, রাতের তাপমাত্রা আরও নেমে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় থাকবে। আরও পড়ুন: Covid-19 Cases In india: বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন

তবে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।